Banner

বিএনপির দ্বিতীয় দফা অবরোধে উত্তরায় ককটেল হামলা, বগুড়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির দ্বিতীয় দফা অবরোধে উত্তরায় ককটেল হামলা, বগুড়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া 



নির্দলীয় সরকার এবং গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা দ্বিতীয় দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিনে ঢাকার উত্তরায় ককটেল বিস্ফোরণে পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ আলম বিবিসিকে বলেছেন, এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এদিকে, বগুড়ায় পুলিশের সাথে বিএনপি কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বিএনপির দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন চলছে আজ। এ দফায় ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে দলটি।

গত এক সপ্তাহের মধ্যে এটি বিএনপির দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচি। এর আগে ৩১শে অক্টোবর থেকে দোসরা নভেম্বর পর্যন্ত তিনদিনের অবরোধ পালন করেছে দলটি।

রোববার দুপুরে ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোট ১০টি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

এদিকে, প্রথম দফার মতো বিএনপির অবরোধের দ্বিতীয় দফাতেও সারা দেশে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকার খবর পাওয়া গেছে।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার রাস্তায় যান চলাচল বাড়তে দেখা যাচ্ছে।

অন্যদিকে, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার রাতে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে নিশ্চিত করা হয়েছে।

এছাড়া বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর এবং ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্সকেও শনিবার রাতে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

Thanks' - BBC News Bangla

No comments

Powered by Blogger.