Banner

এইচএসসির ফল ডিসেম্বরের শেষে, গ্রেড নির্ণয়ে নীতিমালা হচ্ছে

 এইচএসসি-সমমানের পরীক্ষার ফল তৈরিতে নীতিমালা করা হচ্ছে। সে নীতিমালার আলোকে আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করার পরিকল্পনা করা হয়েছে। ফল তৈরি করতে জিপিএ গ্রেড নির্ণয়ের নীতিমালার খসড়া তৈরির কাজ শুরু হয়েছে। শিগগিরই সে খসড়া প্রতিবেদন আকারে শিক্ষা মন্ত্রণালয়ের জমা দেবে গ্রেড মূল্যায়নে গঠিত টেকনিক্যাল কমিটি।


বুধবার (১১ নভেম্বর) বিকেলে দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন গ্রেড মূল্যায়ন কমিটির সদস্য সচিব ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।

তিনি বলেন, জেএসসি-জেডিসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি-সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আগের দুই পরীক্ষার ফলের ওপর শিক্ষার্থীর গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে।

তিনি আরো বলেন, অটো পাসে পরীক্ষার্থীদের গ্রেড নির্ণয় করতে একটি আট সদস্যের টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে আমরা চারটি সভা করে একাধিক প্রস্তাব তৈরি করেছি। তার থেকে চূড়ান্ত একটি প্রস্তাব নির্বাচন করে নভেম্বরের শেষ দিকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তার ভিত্তিতে নীতিমালা তৈরি করে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফল তৈরি করা হবে। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে আট সদস্যের এ কমিটিতে ঢাকা বোর্ডের চেয়ারম্যানকে সদস্যসচিব করা হয়েছে। এছাড়া কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাতীয় বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

No comments

Powered by Blogger.