ছবি তুলতে চাওয়ায় ভক্তের মোবাইল ভেঙে ফেললেন সাকিব!
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় কালীপূজা উদ্বোধন করতে ভারতে গেছেন ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে তিনি ভারতে যান।
তাকে সামনে দেখে বেনাপোলের ভক্তরা আবেগপ্রবণ হয়ে পড়েন। সেইরকম আবেগপ্রবণ এক ভক্ত সেক্টর আলী। তিনি সাকিব আল হাসানের সঙ্গে ছবি তুলতে যান। ওই সময় সাকিব আল হাসান ভক্তের মোবাইল ফোন কে
ড়ে নিয়ে মাটিতে ছুড়ে ভেঙে ফেলেন। ঘটনাটি ঘটেছে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালে। এ নিয়ে বেনাপোলে সাকিবপ্রেমী মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাকিব আল হাসান ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল আসেন। এরপর তিনি বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে যাওয়ার সময় এক ভক্ত তার সঙ্গে ছবি তুলতে যান। এ সময় সাকিব আল হাসান তার কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে ফ্লোরে ছুড়ে ফেলেন।
No comments